সর্বশেষ

আকাশে চোরাচালানের বেলুন, বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ

Lithunia airport

আকাশসীমায় বিপুলসংখ্যক বেলুনের উপস্থিতির কারণে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বেলুনগুলোর মাধ্যমে মাদক চোরাকারবারিরা বেলারুশ থেকে সিগারেট পাচার করছে বলে জানা গেছে। মঙ্গলবার আফ্রিকান লিথুয়ানিয়ার ভিলনিয়াস দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বেলুনের কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় অন্তত আটটি বিমানের অবতরণ ঘুরিয়ে দিতে হয়েছে। এর আগে গত ৫ অক্টোবরও একই কারণে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, বেলারুশ থেকে সিগারেট পাচারে এসব বেলুন ব্যবহার করা হচ্ছে। গেলো কয়েক সপ্তাহে কোপেনহেগেন, মিউনিখ এবং বাল্টিক অঞ্চলের অন্যান্য ইউরোপীয় বিমানবন্দরেও ড্রোন ও বেলুন দেখা যাওয়ায় ওই অঞ্চলের বিমান সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup