আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেনারেশন জেড বা ‘জেন জি’-এর বিক্ষোভের মধ্যে সরকার পতন ঘটেছে। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে চলা বিক্ষোভের প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে ভাষণ দিয়ে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন।

প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, সরকারের ব্যর্থতার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। যদি সরকারের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হন, তবে তা স্বীকার করা হচ্ছে এবং ক্ষোভ ও দুঃখ প্রকাশ করা হচ্ছে। বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।
আরও
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে মাদাগাস্কারের আরও সাতটি শহরে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টসহ পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন।
সোমবার হাজারো মানুষ রাস্তায় নামার পর রাজোয়েলিনা প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেন, সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন আহ্বান জানান। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। বিক্ষোভ দমন করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সরাসরি গুলিও চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর রাজোয়েলিনার জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।











