বাংলাদেশি প্রবাসীদের কাছে থাকা পুরাতন ২০, ৫ ও ১ দিনারের নোট দ্রুত খরচ বা নতুন নোটে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সময় এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরাতন ২০, ৫ ও ১ দিনারের নোট আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে। এই তারিখের পর এসব নোট আর কোনো ব্যাংক গ্রহণ করবে না।
আরও
নোটগুলো স্থানীয় দোকান, বাজার বা শপিং মলেও ব্যবহারযোগ্য হবে না। তাই দূতাবাস প্রবাসীদের সতর্ক করেছে, যাদের কাছে এই পুরাতন নোট রয়েছে, তারা দ্রুত এগুলো খরচ করে ফেলুন অথবা নিকটস্থ ব্যাংকে গিয়ে নতুন নোটে পরিবর্তন করুন।
বাংলাদেশ দূতাবাস emphasises করেছে যে, সময়মতো পদক্ষেপ নিলে প্রবাসীরা আর্থিক ক্ষতি এড়াতে পারবেন। প্রবাসীদের নিরাপদ ও সুবিধাজনকভাবে নোট পরিবর্তনের জন্য স্থানীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।










