সর্বশেষ

হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মন্ত্রীসহ নিহত ৮

8 killed, including two ministers, in helicopter crash

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ ও পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইব্রাহিম মুত্তাল্লা মুহাম্মদসহ মোট আটজন। বুধবার (৭ আগস্ট) প্রেসিডেন্টের দপ্তর থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রাজধানী আক্রা থেকে ওবুয়াসির উদ্দেশে উড্ডয়ন করে ঘানার বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর নিশ্চিত হওয়া যায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু—সবারই মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুত্তাল্লা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তা বিভাগের উপ-সমন্বয়কারী আলহাজি মুনিরু মোহাম্মদ, সাবেক কৃষিমন্ত্রী স্যামুয়েল সারপং এবং আরও তিনজন সামরিক কর্মকর্তা।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি সব আনুষ্ঠানিক অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। হেলিকপ্টারটির প্রযুক্তিগত ত্রুটি না অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঘানার বিমান বাহিনীর এক মুখপাত্র।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup