বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে বিশ্বের নানা দেশে পাড়ি জমান আমাদের প্রবাসীরা। অধিকাংশ অভিবাসী বৈধ উপায়ে বিদেশ গেলেও সরকারের নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। আবার অনেক প্রবাসী জানেনই না সরকার তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। অথচ সরকার বিভিন্ন সময়ে প্রবাসীদের জন্য প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ দিয়ে থাকে।
বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বিদেশগামী প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করে। যা স্মার্ট কার্ড নামেও পরিচিত। আবার অনেকেই ম্যানপাও্যার কার্ড হিসেবেও চিনেন। অনেকেই বিদেশ যাওয়ার পর এই বিএমইটি কার্ড অপ্রয়োজনীয় মনে করে সংরক্ষণ করেননি। ফলে তারা সরকারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মজীবী হিসেবে বিদেশ যাওয়ার পূর্বে ঢাকায় অথবা দেশের অন্যান্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিসে পরিচালিত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক কাজের মধ্যে একটি। এই ব্রিফিং সম্পন্ন না করলে বিএমইটি থেকে স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড দেয়া হয় না।
একজন প্রবাসী এই বিএমইটি কার্ড নিয়ে বিদেশ যাওয়া মানেই হচ্ছে সে বৈধ ভাবে বিদেশ যাচ্ছে। আর এই প্রবাসী যখন বিদেশ যেয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তখন তাকে সহযোগিতা করা দূতাবাসের দায়িত্ব। এই কার্ডধারি প্রবাসীরা সরকারের যেসব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তার মধ্যে রয়েছে,
বিদেশে কর্মক্ষেত্রে কোনো প্রবাসী যদি সমস্যায় পড়েন, তাহলে রাষ্ট্রের পক্ষথেকে দূতাবাস উক্ত প্রবাসীকে দেখভাল করবেন। কেউ যদি বিদেশে মারা যান, তাহলে তার মরদেহ দেশে আনার ব্যাপারে দূতাবাস সহযোগিতা করবে। বিদেশে কেউ অসুস্থ হলে, দূতাবাস তার দেখভাল করেন এবং কোম্পানি বেতন না দিলে দূতাবাস উক্ত কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
সর্বশেষ সৌদি আরবে গিয়ে প্রবাসী কর্মী যাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের ২৫ হাজার টাকা দেবে সরকার। তবে যাদের এই বিএমইটি কার্ড আছে কেবলমাত্র তারাই এ সুবিধা পাবেন। তাই বিদেশে যাওয়ার আগে আপনার বিএমইটি কার্ড সংগ্রহ করুন এবং এই কার্ড সংরক্ষণ করুন।
বিএমইটি কার্ড সম্পর্কে জানতে আপনার জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিসে যোগাযোগ করুন। বিদেশে থাকলে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করুন। অথবা অনলাইনের মধ্যমে https://bmet.portal.gov.bd/ এই ওয়েব সাইট থেকেও তথ্য পাবেন। বিএমইটি কার্ড ব্যবহার করে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা গ্রহণ করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post