বাংলাদেশে ভারতীয় সম্প্রচারিত সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেছেন।
রিটে উল্লেখ করা হয়েছে যে, এই চ্যানেলগুলো বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করে এবং বাংলাদেশের সংস্কৃতির বিরোধী অনুষ্ঠান প্রদর্শন করে যুব সমাজকে বিপথগামী করছে। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিটকারী ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ২৯ ধারা উল্লেখ করে ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি আরও জানতে চেয়েছেন, কেন বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশনা দেওয়া হবে না।
এই রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনের ওপর চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিটকারীর আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলাসহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
