মালয়েশিয়ার বুকে যাদের অক্লান্ত পরিশ্রমে, মেধায় এবং যাদের সফলতায় আমাদের গর্বের লাল-সবুজের পতাকার মান সমুন্নত। যাদের কর্মকাণ্ড মালয়েশিয়ার বুকে বাংলাদেশকে দেশটির সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ তাদেরকে সম্মানের সাথে দেখেন। নিজ নিজ অঙ্গনে যারা একেকজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে সুনাম অর্জন করেছে মালয়েশিয়ায়। নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত শিখরে, সেই সব প্রবাসীদের সম্মানিত করতেই আগামী ৩০ নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে বসছে ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস।
ঐ দিন বিভিন্ন সেক্টরের সফল মালয়েশিয়া প্রবাসীদের হাতে তুলে দেয়া হবে বিশেষ এই অ্যাওয়ার্ডস। ২৫টি জেনারেল ক্যাটাগরি, ৭টি স্পেশাল ক্যাটাগরি, এসোসিয়েশন সহ প্রবাসী সাংবাদিকদেরও সম্মান জানানো হবে অনুষ্ঠানে।
সত্তর দশকের শেষের দিকে মাত্র ২৩ জন বাংলাদেশি প্রথম কাজের খোঁজে মালয়েশিয়ায় প্রবেশ করে। আজকের যে উন্নত রাষ্ট্র মালয়েশিয়া তার পেছনে আমাদের দেশের প্রবাসীদের ভূমিকা বেশ অগ্রগণ্য। বাংলাদেশি শ্রমিকদের কষ্টে ও ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক মালয়েশিয়ায় জৌলুশ। দেশটির নির্মাণ সেক্টর, রাস্তা-ঘাট উন্নয়ন, তেল-গ্যাস সহ সকল উন্নয়ন সেক্টরেই রয়েছে বাংলাদেশের শ্রমিকদের বিরাট ভূমিকা। মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে একেবারে সাধারণ শ্রমিকের পদ থেকে সর্বোচ্চ পদেও আসীন রয়েছেন আমাদের দেশের প্রবাসীরাও।
বর্তমানে প্রায় ১৫ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন মালয়েশিয়ায়। তাদের মধ্যে সাধারণ শ্রমিক থেকে শুরু করে অফিসের বস এবং অফিসের মালিকানাও রয়েছে অনেকের। মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক রয়েছেন অনেকেই। এরা সকলেই মালয়েশিয়ায় একেকজন বাংলাদেশি এম্বাসেডর। কারণ এরা প্রত্যেকেই নিজ নিজ সেক্টরে আমাদের লাল-সবুজের পতাকাকে তুলে ধরছেন সম্মানের সাথে। তাদের জন্যই ভয়েস এশিয়ানের বিশেষ এ আয়োজন।
বর্তমানে চলছে চূড়ান্ত সিলেকশনের কাজ। যার যার কর্মপরিধি এবং অন্যান্য আরো বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করেই নির্বাচিত হবেন একেক জন বিজয়ী। ভয়েস এশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন +৮৮ ০১৬০৪ ২২৬৪১১ এবং +৮৮ ০১৮৪৪ ২৫৯৯৫৯ এই WhatsApp নাম্বারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post