মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করলেও নেই কুয়েত থেকে। এমন অভিযোগ এনে কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট না দিলে রেমিট্যান্স বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীরা।
দাবি করা হচ্ছে, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের ৭০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইটও ছিল। করোনার সময় সেই ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর দেশটিতে থাকা নোয়াখালী, ফেনীসহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালুর দাবি জানিয়ে আসলেও তা এখনো চালু হয়নি।
প্রবাসীরা জানান, চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘ যাত্রা বিরতি দিয়ে জাজিরা, এয়ার এরাবিয়া ও ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তি বাড়ে প্রবাসীদের।
এই সমস্যা সমাধানে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা ঘোষণা দিয়েছেন, কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালু করতে হবে। নাহলে রেমিট্যান্স বন্ধের চিন্তা করবেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post