আপনি লটারির মাধ্যমে ৭৯ লাখ টাকা জিতেছেন, আর এই টাকা নিতে হলে আপনাকে কিছু টাকা দিতে হবে’ এভাবে প্রলোভন দেখিয়ে মো. শফি খান নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
বর্তমানে ভিটেমাটি হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গী গ্রামের মো. শফি খান নামের ওই ব্যক্তি।
এ ঘটনায় কোতয়ালী থানায় প্রতারক চক্রটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
শফি খান জানান, বিগত চার বছর পূর্বে তিনি সৌদি আরবে থাকাকালীন সময়ে তার মোবাইল ফোনে একটি কল আসে। সেইসময় তাকে বলা হয়, আপনি অনলাইন লটারিতে ৭৮ লাখ টাকা জিতেছেন। এই টাকা নিতে হলে আপনাকে দুই লাখ টাকা দিতে হবে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে তাদের দুই লাখ টাকা দিয়ে দেই। আমি দেশে আসার পর ইমোতে ফোন করে লটারির টাকা দেবার কথা বলে পর্যায়ক্রমে আমার কাছ থেকে আরও ৩০ লাখ টাকা নেয়।
আমি বিদেশে চাকরির সব টাকা এবং দেশের বাড়ির বসতভিটা বিক্রি করে তাদের টাকা দিয়েছি। অনেকের কাছ থেকে ঋণ করে টাকা দিয়েছি। লটারির টাকা পাবার বিষয়টি গোপন রাখার কথা বলায় আমি কখনোই কাউকে কিছু বলিনি।
গত ১১ নভেম্বর ফের আমার মোবাইল ফোনে কল দিয়ে মিষ্টি খাবার জন্য ২০ হাজার টাকা চাইলে আমি তাদের না করে দেই এবং লটারিতে পাওয়া টাকা দিতে বলি।
তখন আমাকে আজেবাজে কথা বলে ফোন বন্ধ করে দেয়। তখন আমি বুঝতে পারি আমি প্রতারকের খপ্পরে পড়েছি। লোভে পড়ে ভিটে বাড়ি হারিয়ে এখন আমি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি। আমার ছেলে ও স্ত্রীকে নিয়ে আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামানের মোবাইল কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post