রাশিয়া তার জনসংখ্যা বৃদ্ধির জন্য অভিনব এক পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে একটি ‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার প্রস্তাব।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত নিনা ওসতানিনা, যিনি রাশিয়ার সংসদের পরিবার সুরক্ষা ও পিতৃত্ব-মাতৃত্ব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান। তিনি এই প্রস্তাব পর্যালোচনা করছেন।
শুক্রবার (৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের ফলে বিপুল পরিমাণ সেনা হারানোর পর রাশিয়া এখন আগাম পরিকল্পনা করতে চাচ্ছে যাতে ভবিষ্যতে জনবলের অভাব না ঘটে। ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা, পুতিনের শক্তিশালী সমর্থক, জানান যে নারীদের প্রজনন হার বাড়ানোর জন্য বিশেষ টেস্টের ব্যবস্থা করা হবে।
এছাড়া আরো কিছু প্রস্তাব রাখা হয়েছে, যেমন রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা এবং আলোর ব্যবস্থা বন্ধ রাখার প্রস্তাব, যাতে দম্পতিরা একসাথে সময় কাটানোর সুযোগ পান। এছাড়া, বাড়িতে থাকা নারীদের জন্য আলাদা ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানেই রাত কাটানোর জন্য আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাবও তুলে ধরা হয়েছে।
এদিকে, পুতিনের মতে, ‘রাশিয়ায় সন্তান নেওয়ার সংখ্যা বৃদ্ধি করা জরুরি।’ তিনি জানিয়েছেন, অতীতে রাশিয়ার পরিবারগুলো ৭-৮ সন্তান নিত, আর এখন সেই প্রথা ফিরিয়ে আনা উচিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post