মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তির ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক লেনদেন স্থগিত করতে।
বিএফআইউ সূত্র জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সকল ধরনের ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে এই সময়কাল আরও বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইউ।
প্রসঙ্গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনি আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post