বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন, ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ‘ভুয়া’। আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ।
তদন্তের কেন্দ্রে থাকা অভিযোগ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিদেশি গণমাধ্যমের কাছে এমন কথা প্রচার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মিসরীয় সীমান্ত দিয়ে গাজা থেকে জিম্মিদের পাচারের পরিকল্পনা করছে।
ইসরায়েলি আদালতের নথির তথ্যমতে, গোপন ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে বেশি কিছু ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে এলিজার ফেল্ডস্টেইন নামের একজন আছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিরোধী রাজনীতিকেরা। তাঁরা তাঁকে নেতানিয়াহুর একজন সহযোগী বলছেন।
ইসরায়েলি আদালতের একটি আদেশ গত রোববার প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর সিস্টেম (ব্যবস্থা) থেকে এই তথ্য নেওয়া হয়েছিল। পরে তা অবৈধভাবে দেওয়া হয়। গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতাকে এই তথ্য ক্ষতিগ্রস্ত করতে পারে।
ফেল্ডস্টেইনের বক্তব্য জানার চেষ্টা করছে সিএনএন। তবে এখন পর্যন্ত পারেনি।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছেন নেতানিয়াহুর এক মুখপাত্র।
নেতানিয়াহুর মুখপাত্রের ভাষ্য, তথ্য ফাঁসের অভিযোগে যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি কখনোই নিরাপত্তা-সংক্রান্ত আলোচনায় অংশ নেননি।
এই ‘ব্যক্তি’ বলতে নেতানিয়াহুর মুখপাত্র স্পষ্টতই ফেল্ডস্টেইনের কথা বুঝিয়েছেন।
তথ্য ফাঁসের ঘটনা গাজা থেকে জিম্মিদের মুক্ত করা নিয়ে হামাসের সঙ্গে আলোচনাকে প্রভাবিত করছে বলে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তা–ও খারিজ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। উল্টো এমন দাবিকে হাস্যকর বলে অভিহিত করা হয়েছে।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ গত রোববার অভিযোগ করেন, জিম্মি মুক্তি চুক্তির সম্ভাবনা ভণ্ডুল করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জাল গোপন নথি ফাঁস করেছে।
হামাসের সঙ্গে একটি চুক্তি না করার জন্য নেতানিয়াহুকে বারবার অভিযুক্ত করে আসছে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারগুলো। তারা বলছে, গাজা যুদ্ধের সমাপ্তি হলে নির্বাচন দিতে বাধ্য হবেন নেতানিয়াহু। তাই তিনি এই যুদ্ধ শেষ করতে চান না। তিনি যুদ্ধ প্রলম্বিত করার কৌশল নিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post