ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের বদলে দেশটিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে। সূত্র জানাচ্ছে, ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিমকে ওমানে নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। আর চীনে রাষ্ট্রদূতের পদ শূন্য থাকায় সেখানে নিয়োগ পেতে যাচ্ছেন নাজমুল ইসলাম।
এছাড়া শূন্য পদে নিয়োগ ও রদবদল মিলিয়ে মাসখানেকের মধ্যে আরও অন্তত ১০টি মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন ঘটতে যাচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এত কম সময়ে এত বেশি মিশনে রাষ্ট্রদূত নিয়োগ বা রদবদলের ঘটনা এটাই প্রথম। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যসহ অন্তত ২১টি মিশনে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে সরকার। ইতোমধ্যে একাধিক মিশনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ৮টি দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের নামের প্রস্তাব সংশ্লিষ্ট দেশের সম্মতির জন্য সেই দেশগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া গত মাসে বেলজিয়াম, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ আরো ১২ দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন ওই ১২ রাষ্ট্রদূতের মধ্যে ১০ জনের নাম সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকার শুরুতে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এখন পর্যন্ত যে ২১টি মিশনে নিয়োগের প্রক্রিয়া চলছে, তাতে ১৮ জনই পেশাদার কূটনীতিক। এ ছাড়া সাবেক এক সচিব ও এক সাংবাদিক রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আর ওমানে দায়িত্ব নিচ্ছেন নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post