সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য এক বড় সুসংবাদ এল। দেশটির সরকার দুই মাসের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে।
প্রাথমিকভাবে ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই ভিসা অ্যামনেস্টি প্রোগ্রাম এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার প্রবাসী এখন নিশ্চিন্তে তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাচ্ছেন। অনেকেই স্পন্সর খুঁজে বৈধ হওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, এই সুবিধা গ্রহণকারীরা কোনো জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই দেশ ছাড়তে পারবেন।
এই সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এটি প্রবাসীদের তাদের জীবন স্বাভাবিক করার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post