ওমানে কাজের পরিস্থিতি নিয়ে দিনকে দিন হতাশা বাড়ছে প্রবাসীদের মনে। বাধ্য হয়ে কেউ অন্য দেশে ছুটতে চাইছেন আবার কেউ ফিরতে চাইছেন দেশে। খোকন নামে এক প্রবাসীর ভাষ্য, তিনি ওমানে আছেন দীর্ঘ ১২ বছর ধরে। তবে বর্তমান সময়ের মত এত খারাপ পরিস্থিতি কখনো দেখেননি। দেশের বাড়িতে মাসে ১০ হাজার টাকাও পাঠাতে হিমশিম খাচ্ছেন।
কাজ এবং বেতন ভাতা নিয়ে প্রায় একই সুর অন্য প্রবাসীদেরও। তার সঙ্গে এবার যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, সংঘাতের প্রভাবে তাদের ব্যবসা বাণিজ্যেও ধস নেমেছে। এভাবে চললে দেশে ফেরত আসা ছাড়া আর উপায় থাকবেনা।
বছরের অক্টোবর থেকেই মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ছোবল লেগেছে ইসরাইলি আগ্রাসনের। তাতে এবার রসদ জুগিয়েছে ইরানের সাথে দখলদারদের অস্থিরতা। সবশেষ গত শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চার ইরানি সেনা নিহত হয়েছেন।
পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেল আবিবের হামলার যথাযথ জবাব দেবে তার দেশ। পাল্টাপাল্টি হামলার এই চক্র অঞ্চলটিকে সর্বাত্মক অশান্তির দিকে ঠেলে দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post