মধ্যপ্রাচ্য যাতে কোনো বড় ধরনের সংঘাতে না জড়িয়ে পড়ে সেজন্য রাশিয়া সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিশেষ দূত ও উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ।
চতুর্থ আন্তর্জাতিক রুশ-মধ্যপ্রাচ্য ফোরামে তিনি বলেন, অন্তহীন প্রতিশোধমূলক হামলার দুষ্টচক্র ভেঙে এই অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের অতল গহ্বরে নিমজ্জিত হওয়া থেকে বিরত রাখতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বোগদানভবলেছেন, মস্কো সমস্ত পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে’ এমন পদক্ষেপ এড়াতে তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, একটি বিপর্যয়কর পরিস্থিতি কখনোই নিকট ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কোনো স্বার্থ বয়ে আনবে না।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবিকাঠি হচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতপূর্ণ অঞ্চলে রক্তপাত দ্রুত প্রতিরোধ করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের শর্ত প্রতিষ্ঠা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post