বিশ্বের সবচেয়ে বড় ভবন তৈরি হতে হচ্ছে সৌদি আরবের রিয়াদে। প্রায় ৫ হাজার কোটি ডলারের ব্যয় এর নির্মাণ খরচ ধরা হয়েছে।
মুকাব টাওয়ার নামে এ মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে ১ হাজার ৩০০ ফুট। এটি ১ হাজার ২০০ ফুট প্রশস্ত হবে, যা ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান হবে।
একটি ভবনের মধ্যে একটি ভবিষ্যৎ শহর হিসেবে পরিকল্পিত এ স্থাপনায় ফ্লোর স্পেস থাকবে ২০ লাখ বর্গমিটার। সৌদির উন্নয়ন পরিকল্পনাকে নতুন করে রূপায়িত করার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ ভবনে থাকবে ১ লাখ ৪ হাজার আবাসিক ইউনিট, ৯ হাজার হোটেল কক্ষ, অফিস, বিনোদনের জায়গাসহ বিভিন্ন উচ্চাভিলাষী সুবিধা। প্রকল্পটি সৌদি আরবের তেলনির্ভরতা কমিয়ে জিডিপি ৫ হাজার ১০০ কোটি ডলার বাড়াবে এবং ৩ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।
ভবনটি সাজানো হবে এআই প্রযুক্তি দিয়ে। এর বাইরের দিকে থাকবে লাস ভেগাসের স্পিয়ারের মতো বিশাল স্ক্রিন।
এ ছাড়া হলোগ্রাফিক ইন্টেরিয়র থেকে শুরু করে থাকবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত দেয়াল। সৌদির ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।
এক ভিডিওর মাধ্যমে ভবনের নির্মাণ এলাকা নিয়ে আগাম বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার সঙ্গে ভবনটির সাদৃশ্য থাকায় এর সমালোচনাও কম হচ্ছে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post