শিল্পাঞ্চল আশুলিয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার সহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে লুন্ঠিত টাকা ও স্বর্ণাংকার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির।
তিনি জানান, ১৬ অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। পরে ডাকাতির ঘটনায় ১৮ অক্টোবর ওই বাড়ির জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা (নং ৪২) দায়ের করেন। ক্লুলেস এই ডাকাতির মামলাটি ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ এই ডাকাত চক্রকে দ্রুত গ্রেফতার করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবিরের নেতৃত্বে এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীকের সহযোগিতায় মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই অলক কুমার দে’কে নিয়ে একটি টিম গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জরিত ৮ ডাকাতকে সনাক্ত করতে সক্ষম হন।
তিনি জানান, সনাক্ত হওয়ার পর বুধবার রাজধানীর কামরাঙ্গিরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেফতার করা হয়। পরে ডাকাত ওহাবের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ররফিক’কে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার রফিকের দেয়া তথ্যে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া সাকিনস্থ তার বাসা থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২টি আংটি, একটি নাকফুল, এক জোড়া চুড়ি, এক জোড়া কাবের দুল, একটি চেইন, একটি পায়েল, ৫টি আংটি, একটি ব্রেসলেট, একটি গলার বল চেইন এবং নগদ ১৭ হাজার টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের সর্দার রফিক। তারা প্রতিবেশির বাড়িতে মূলত ডাকাতি করে থাকে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার ওই বাড়িতে ওইদিন কোন পুরুষ লোক ছিলনা বিষয়টা রফিক ভালো করেই জানতো। এই সুযোগে ওই বাড়িতে ডাকাতি করে তারা। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, কুমিল্লার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার আব্দুল হামিদের ছেলে রফিক (৪০), সে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া থাকে। শরিয়তপুরের পালং থানাধীন চরসন্ধী এলাকার মৃত আব্দুল জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ঢাকার কদমতলী এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০) এবং ফরিদপুরের বোয়ালমারী থানাধীন কুন্দাইদা গ্রামের শামসুল হকের ছেলে মো: রুবেল (৩০)।
সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দীক, এসআই অলক কুমার দে প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post