ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া নিয়ে সতর্ক সংকেত জারি করেছে ওমান আবহাওয়া অফিস। শনিবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় ওমানে সর্বনিম্ন ২৫ মি.মি থেকে সর্বোচ্চ ৫০ মি.মি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশংকা রয়েছে। সেইসাথে ঘন্টায় ৩০ থেকে ৪৫ মেইল গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেশটির আল দাখেলিয়াহ, উত্তর এবং দক্ষিণ বাতিনা, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, বুরাইমি, আল দাহিরাহ সহ বেশকিছু অঞ্চলে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
সেইসাথে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যার আশংকা রয়েছে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। এ বিষয়ে সবাইকে সতর্ক করে এক বিবৃতি জারি করেছে সিভিল এভিয়েশন অথোরিটি। ঝড়ের সময় পাহাড়ি উপত্যকা অতিক্রম, নিচু/ ওয়াদি অঞ্চল ও সমুদ্রে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আগামী সোমবার অর্থাৎ ১০ ই মে অবধি নিম্নচাপের কারণে ওমানে এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়াও মাস্কাট, মুসান্দাম ও আল হাজর পর্বতমালার আশেপাশে বজ্রপাত এবং তীব্র ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে ঘূর্ণি ঝড় সহ সমুদ্রের পানি দেড় মিটার উচ্চতায় উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পড়ে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে সকল ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক এবং প্রবাসীদের চলাচল না করতে বলা হয়েছে। বিশেষকরে বৃষ্টিপাতের সময় রাস্তায় গাড়ি না চালানো এবং ওয়াদি পারাপার না হতে নিষেধ করা হয়েছে। একইসাথে গাছের নিচে অথবা অনিরাপদ স্থানে গাড়ি পার্কিং না করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post