ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানের উত্তর আল বাতিনা প্রদেশ। বিশেষত সাহাম এলাকা মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রদেশের সরকারী ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ওমান আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে মঙ্গলবার সাহামে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও ঝড়ের তীব্রতাও ছিলো অনেক। বুধবার (৫-মে) সাহাম অঞ্চলে ১৩ জনের আহত হওয়ার খবর জানিয়েছেন সাহাম হাসপাতালের পরিচালক হামুদ বিন সাঈদ এ ফাজারি।
উত্তর আল বাতিনা ছাড়াও দেশটির আল দাখেলিয়াহ, আশ শারকিয়াহ প্রদেশে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। নিম্নচাপ চলাকালীন সময়ে মাছ শিকারে জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবার বিকেল থেকে আল হাজর পর্বতমালার আশপাশের এলাকা, উত্তর আল বাতিনা এবং মাস্কাট অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
আজও ওমানের বিভিন্ন প্রদেশে বিক্ষিপ্ত আকারে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশটির মুসান্দাম, ধোফার, আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ধোফার, আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় দুপুর থেকে প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত ওমানের উপকূলীয় অঞ্চলগুলো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সকল ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক এবং প্রবাসীদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিশেষকরে বৃষ্টিপাতের সময় রাস্তায় গাড়ি না চালানো এবং ওয়াদি পারাপারে খুব সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। একইসাথে গাছের নিচে অথবা অনিরাপদ স্থানে গাড়ি পার্কিং না করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post