ওমান সরকারের নানা পদক্ষেপের কারণে অবশেষে কমতে শুরু করেছে দেশটির করোনা সংক্রমণ। উঁকি দিচ্ছে সম্ভাবনার নতুন সূর্য। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেখা গেছে, দেশটিতে গত কয়েকদিন যাবতই কমে আসছে সংক্রমিত রোগীর সংখ্যা। সেইসাথে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও।
চলমান কারফিউ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পরেছে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তবে দেশটিতে এখনো মৃত্যুর হার পূর্বের মতোই রয়েছে। একে আরো কমিয়ে আনতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বর্তমানে দেশটির করোনায় সুস্থতার হার ৯০.৬ শতাংশের উপরে। গতকাল (৬-মে) দেশটিতে ১১৪৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ইতোমধ্যে, দেশটির মাস্কাট স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রদেশটিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করে টিকা প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডাঃ লামিয়া বিনতে হুসেন আল বেলুশি জানিয়েছেন, মাস্কাটের স্বাস্থ্য অধিদফতর করোনা মোকাবেলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে দারুণ ভূমিকা পালন করেছে।
একইসাথে চলমান করোনা পরিস্থিতি প্রতিরোধে ভ্যাকসিন পরিমাণের উপর ভিত্তি করে একটি প্রযুক্তিগত দল গঠন করেছে ওমান। প্রথমদিকে ভ্যাকসিন গ্রহণে নাগরিকদের অনীহা থাকলেও বর্তমানে দেশটির সকল স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন গ্রহণের মাত্রা বেড়েছে। টিকা দেওয়ার জন্য মাস্কাটের পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র কাজ করছেন। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বিশ্ব সরবরাহে ঘাটতির কারণে প্রথম ডোজ গ্রহণের চার মাস পর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আগামীকাল অর্থাৎ ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটির সকল প্রদেশে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সুপ্রিম কমিটি। একইসাথে ঈদের জামাত এবং ঈদ উপলক্ষে মার্কেট খোলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদের দিন দেশটির সকল সৈকত, পার্ক এবং পাবলিক স্থানে সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
