ওমানে গতকাল (৩ মে) ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। দেশটির মাস্কাট, আল খুদ, মোবেলা, আল সিব, বারকা সহ বেশকিছু অঞ্চলে প্রচণ্ড বাতাসের সাথে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৪ মে) ওমানের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশটির উত্তর এবং দক্ষিণ আল বাতিনা উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে আবহাওয়ার পূর্বাভাসে শিলাবৃষ্টির কথাও উল্লেখ করা হয়েছে।
ওমান নিউজ এজেন্সি তাদের অনলাইনের মাধ্যমে জানিয়েছে, মাস্কাট, আল দাখেলিয়াহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। এইসকল অঞ্চলের নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় ওমানের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে মাস্কাটের বৌশারে। যেখানে ১৭.৬ মি.মি রেকর্ড করা হয়েছে। এছাড়াও বিদবিদ নামক অঞ্চলে ১১.২ মি.মি, শিনাসে ৭.২ মি.মি, ইয়ানকুলে ৩.২ মি.মি, মাস্কাটে ৩.২ মি.মি, আল হামরাতে ৩ মি.মি, আল আমরাত ২.৬ মি.মি, মাহদাতে ১.৪ মি.মি এবং সর্বনিম্ন সোহার ও আল খাবুরাতে ০.৬ মি.মি এবং লিওয়াতে ০.৪ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post