ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের স্থায়ী চাকরিচ্যুত’র দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করে। জানা যায়, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মীর মোশারফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের কুশপুত্তলিকা ঝুলিয়ে তাতে জুতা নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘হাফিজুল ইসলাম সমকামিতা সমর্থন করেন এবং ক্লাস চলাকালে নারী শিক্ষার্থীদের অশালীন মন্তব্যের শিকার হতে হয়। এ ছাড়া ছাত্রলীগের মিছিলে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্যও তিনি শিক্ষার্থীদের চাপ দেন বলে অভিযোগ উঠেছে।’ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘হাফিজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘সমকামী শিক্ষক চাই না’, ‘হাফিজ হটাও, ডিএস বাঁচাও’-এ ধরনের নানা স্লোগান দেন। তাদের দাবি, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের পোশাক ও চেহারা নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছেন এবং বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণ করেছেন। এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, “হাফিজুল ইসলাম নিয়মিতভাবে শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করেন। তিনি সমকামিতা সমর্থন করেন এবং অনেক শিক্ষার্থীকে তার বাসায় ডেকে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই।” প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৮ অক্টোবর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি ইতোমধ্যে ২১ অক্টোবর শিক্ষার্থীদের অভিযোগ শুনেছে এবং ২২ অক্টোবর শিক্ষকদের সাক্ষ্য গ্রহণ করেছে। শিগগিরই তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post