রবিবার দিল্লি বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। ব্যাঙ্কক থেকে দিল্লিগামী একটি বিমান থেকে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শুল্ক দফতরের আধিকারিকরা সোমবার জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগে ব্যাঙ্কক থেকে দিল্লি আসা একটি বিমানের যাত্রীদের মালপত্র স্ক্যানিং মেশিনে ফেলে খতিয়ে দেখা হচ্ছিল।
রোববার তখনই এক যাত্রীর ব্যাগে মাদক জাতীয় দ্রব্যের সন্ধান পান কর্তব্যরত অফিসাররা। আর তখনই ব্যাগের মালকিনকে ডেকে পাঠিয়ে তাঁর সামনে ব্যাগটি খোলা হয়।
কে-৯ ওয়ার্ডের কুকুর এনে আগেই মাদকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন শুল্ক বিভাগের কর্মীরা।
ব্যাগ খুলতেই ভেতর থেকে সবুজ বাদামি প্যাকেটে প্রায় ১৫ কেজি ওজনের মাদক পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৪ লক্ষ টাকা।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শুল্ক বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যুবতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রসঙ্গত, একই দিনে গুজরাতের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে ওষুধের কারখানা থেকে ৪২৭ কেজি মাদক উদ্ধার হয়।বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১৪ লাখ টাকারও বেশি। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post