রোববার সকালে ভারতের রাজধানী দিল্লির রোহিণী এলাকার একটি স্কুলের কাছে রহস্যময় বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সিআরপিএফ স্কুলের দেয়ালের পাশাপাশি কাছাকাছি দোকানের জানালা এবং একটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত স্কুলের দেয়াল থেকে দুর্গন্ধ বের হতে দেখতে পায়।
এছাড়াও দেখা যায় ভাঙা জানালা এবং ক্ষতিগ্রস্ত গাড়ি। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফরেনসিক ও বোমা ডিসপোজাল ইউনিটসহ বিশেষজ্ঞদের একটি দল কাজ শুরু করেছে।
এছাড়াও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক বাসিন্দার ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে যে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে।
ভিডিওটি ধারণকারী সাক্ষী এনডিটিভিকে বলেন, ‘আমি তখন বাসায় ছিলাম। হঠাৎ জোরে শব্দ শুনে বেরিয়ে এসে ধোঁয়ার মেঘ দেখতে পাই এবং ভিডিওটি ধারণ করি। এর বেশি কিছু জানি না। একটি পুলিশ দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post