লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় হিজবুল্লাহর শীর্ষ তিন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে হামলার পাশাপাশি তাদের ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরাইল।
নিহত হিজবুল্লাহর তিন শীর্ষ নেতার নামও প্রকাশ করেছে ইসরাইল। নিহতরা হলেন এলহাগ আব্বাস সালামেহ, রাচা আব্বাস ইচা এবং আহমেদ আলী হাসিন।
ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকেই ইসরাইল-লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চালাচ্ছে উভয় পক্ষ।
চলতি মাসের সেপ্টেম্বরে লেবাননের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে ইসরাইল। এতে কয়েকশ বেসামরিক মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post