বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ছুটি ঘোষণা করা হয়েছে। ১১ এপ্রিল দূতালয় প্রধান নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বুধবার (১৪ এপ্রিল) ওমানের বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।
অপর এক বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে অফিশিয়াল কর্মঘন্টার নতুন সময়সূচি প্রকাশ করেছে দূতাবাস। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল সাড়ে ৩টা নাগাদ চলবে দূতাবাসের সকল কার্যক্রম। মাঝে দুপুর একটা থেকে ১-৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে বিজ্ঞপ্তিতে কোনো ছুটির দিন উল্লেখ করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
