মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকাল ভোরে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পিছনে একটি জঙ্গলে একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় বালাই থানা পুলিশ।
এঘটনায় সন্দেহভাজন ৩ জন বাংলাদেশি শ্রমিককে আটক করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
তবে তদন্তের স্বার্থে ঐ নিহত বাংলাদেশি এবং এ ঘটনায় আটক ৩ জনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান, দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টার সময় ২৭ বছর বয়সী বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকর মৃতদেহ উক্ত এলাকার একটি জঙ্গলে পাওয়া গেছে বলে স্থানীয়দের পক্ষ থেকে একটি ফোন কল পেয়েছিলেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।
তিনি আরো বলেন, প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন নিহত ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সাথে রাত সাড়ে ৮ টার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার এখানে পেরাক পুলিশ কন্টিনজেন্ট (আইপিকে) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরিদর্শনে দেখা গেছে এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশী পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করত।
আজিজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।
পুলিশ মালয়েশিয়ায় প্রবাসীর এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে। এদিকে, তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত তিন বাংলাদেশিকে একজন স্বদেশীকে হত্যার তদন্তে সহায়তা করার জন্য সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে। ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমান ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন সন্দেহভাজনকে ১৬ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post