মহামারী করোনাভাইরাসের নতুন সংক্রমণ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কাতার সরকার। বিধিনিষেধের আওতায় পড়েছে প্রবাসীদের বহু ব্যবসাপ্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা।
দেশটিতে করোনার ব্যাপক সংক্রমণ দেখা দেয়ায় গত শুক্রবার (৯-এপ্রিল) থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সেলুন, বিউটি পার্লার, জিম, সুইমিংপুল, ওয়াটার পার্ক, জাদুঘর, সিনেমা হল, লাইব্রেরি ও নার্সারিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। রেস্টুরেন্টে খোলা থাকলেও বসে খাওয়া যাবে না, সরকারি বেসরকারি অফিসগুলোতে ৫০ ভাগ উপস্থিতি থাকবে। গণপরিবহন ও মেট্রোতে ধারণক্ষমতার ২০ ভাগ যাত্রী বহন করতে পারবে।
এছাড়া রমজানে মসজিদে তারাবি নামাজ আদায় করা যাবে না। তবে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। শপিংমলসহ আরও বহু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। নতুন বিধিনিষেধের কারণে বড় ধরনের ক্ষতি মুখে পড়তে হবে প্রবাসী বাংলাদেশিদের। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অসংখ্য মানুষ।
এদিকে একই অবস্থা মধ্যপ্রাচ্যের অন্যদেশ ওমানেও। সারা বিশ্বের মতো করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে ওমান সুপ্রিম কমিটি। এমতাবস্থায় ফ্লাইট বন্ধের আশংকা সহ কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অসংখ্য প্রবাসী।
অপরদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে করোনার প্রথম ঢেউয়ের রেশ কাটতে না কাটতে এবার ছোবল দিয়েছে দ্বিতীয় ঢেউ। এতে অনেক প্রবাসী বাংলাদেশিই কর্মহীন হয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় একদিকে বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা যেমন দেশে আসতে পারছেন না; অন্যদিকে ছুটিতে দেশে আসা অভিবাসীরা কুয়েতে ফিরতে পারছেন না।
বর্তমানে দেশটিতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বলবৎ রয়েছে। সেইসঙ্গে শপিংমলসহ রেস্টুরেন্টগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের বিধান রয়েছে। এতে কেনা-বেচা কমে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। আর এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী কর্মীদের ওপরও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post