একদিনের জন্য বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন পলি নামের এক কিশোরী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ এর আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল। এর অংশ হিসেবে বাংলাদেশে মেয়েদের অধিকার সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে মাইক্রোসফটের একদিনের এমডি করা হয় পলিকে।
পলি কিশোরী ও যুব নারীদের ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। তিনি কমিউনিটির কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, বাল্য বিবাহ বন্ধকরন, শিশু শিক্ষা নিশ্চিতকরনে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
জাতিসংঘ ঘোষিত এবারের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতিপাদ্য ‘গালর্স ভিশন ফর দ্য ফিউচার এবং প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিপাদ্য হলো ‘ইউনাইট ফর পিচ’।
একদিনের জন্য বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন পলি। তিনি বলেন, ‘এই টেকওভারের অভিজ্ঞতাটি আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। এর মাধ্যমে আমি আমার কমিউনিটিতে অন্য কিশোরী ও শিশুদের অনুপ্রাণিত করতে পারব। কারণ আমি আমার কমিউনিটির নারী, কিশোরী ও শিশুদের জন্য কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে তারা স্বনির্ভরভাবে বাঁচতে পারে। আমি বিশ্বাস করি আমাদের সকলেরই সমাজ পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই শক্তিকে আমাদের কার্যকরভাবে ব্যবহার করতে হবে।’
বাংলাদেশে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুকু বলেন, ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। একসঙ্গে আমরা কন্যা শিশু ও মেয়েদের প্রতিবন্ধকতাগুলো দূর করতে এবং তাদের স্বপ্নের পেছনে ছুটতে অনুপ্রাণিত করছি। এক্ষেত্রে, তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে, আমরা সাথে আছি।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post