বর্তমানে বিশ্বের সবচেয়ে উচু ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। এর থেকে উচু ভবন নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। এর নাম জেদ্দা টাওয়ার।
বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার, সেখানে জেদ্দা টাওয়ারের উচ্চতা ১০০০ মিটার। ভবনটি নির্মাণ করছেন সৌদি আরবের অন্যতম ধনী বিজনেস টাইকুন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।
২০১৭ সালে রিয়াদে রিজ-কার্লটনে একটি দুর্নীতিবিরোধী অভিযানে আটক হন আলওয়ালিদ। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পের কাজটি এ অভিযানের পর স্থগিত হয়ে যায়।
তবে বিশ্বের সবচেয় উঁচু ভবন নির্মাণের প্রকল্পের কাজ পুনরায় শুরু করেছে বিজনেস টাইকুন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। এই সপ্তাহে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে যাওয়া এ টাওয়ারটির কাজ ২০২৮ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ এ সপ্তাহে একটি ভিডিও বার্তায় প্রিন্স আলওয়ালিদ বলেন, ‘আমরা ফিরেছি।’ সেখানে তাকে তার ট্রেডমার্ক স্টাইল অ্যাভিয়েটর সানগ্লাস পরা অবস্থায় সাইট পরিদর্শন করতে দেখা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post