১৪ আগস্ট, ২০১৪-এ তালেবান নিরাপত্তা কর্মীরা কাবুলের আহমদ শাহ মাসুদ স্কোয়ারের কাছে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের তৃতীয় বার্ষিকী উদযাপন করছে।
রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নাম বাদ যাচ্ছে। এমন তথ্য জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ। শুক্রবার এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভও বিষয়টি জানিয়েছেন।
এর আগে, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করেছিলো, তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি দেশটি।
অবশেষে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post