চট্টগ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী (সিআইপি) নিজের ও পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্যাডে নিজের বাড়িতে হামলার বর্ণনা দিয়ে নিরাপত্তা সহায়তার আবেদন করেন প্রবাসী ইয়াসিন চৌধুরী।
এর আগে, সোমবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে প্রবাসী ইয়াসিনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আহত করার পাশাপাশি অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা।
এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
প্রবাসীদের বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোতে উদ্বেগ বাড়ছে। তাই প্রবাসী ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরাল দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post