দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণের পর এবার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই অপসারণের নির্দেশনা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৬১ জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়। ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। পৃথক প্রজ্ঞাপনে ১২ সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভা পরিচালনায় সহযোগিতার জন্য প্রতিটি ক্ষেত্রে আগেই নিয়োগ পাওয়া প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। সে সময় ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। উপজেলাগুলোতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post