জনশক্তি রপ্তানির অন্যতম শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন বাংলাদেশি শ্রমিকরা। তাই দেশটিতে অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী।
কিন্তু আউটপাস চালুর বিষয়ে ধারণা না থাকায় তারা সুযোগ নিতে পারছেন না। তবে ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের ৪ দিনই আউটপাসের সেবা দেওয়া হচ্ছে।
দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাস টাইমকে জানান, নিয়োগকর্তা ব্লকড করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা। এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ ১৫ জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে।
এই উদ্যোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি স্বস্তির খবর। দূতাবাসের এই সহযোগিতার ফলে অনেক শ্রমিকই দেশে ফিরে আসার স্বপ্ন পূরণ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post