ওমানের আল দাখিলিয়ার জাবাল আখদারে অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম।
এসময় বিভিন্ন বেসরকারি কর্মস্থল ও শ্রমিক জমায়েত পরিদর্শন শেষে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪০ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
রোববার নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায় শ্রম মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান শ্রমবাজারের পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যে আগামীতেও চলমান থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।
সচেতন বাসিন্দাদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে, প্রবাসীরা আইনবিরোধী কোনো কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করা হয়।
পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post