চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের বৃদ্ধ আরজুল্লাহ বিশ্বাস (৬৫) অসুস্থজনিত কারণে মারা যান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার (৪৫)। বিকেল ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত আরজুল্লাহ শেখ ও রুপশন নাহার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী ইউনিয়নের ধান্যঘরা গ্রামের বামনপাড়ার মৃত শাহাজ উদ্দিন বিশ্বাসের সন্তান।
স্থানীয় ইউপি সদস্য শাহ মো. ফরহাদ হোসেন বলেন, দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন বৃদ্ধ আরজুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে সংবাদ পাই। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী গ্রাম ঠাকুরপুর থেকে ছুটে আসেন ছোট বোন রুপশন নাহার। ভাইয়ের মৃত্যুতে স্বজনদের সঙ্গে তিনিও কান্নাকাটি করছিলেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও, একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাই আরজুল্লাহকে নিজ গ্রামের ঈদগাঁ করবস্থান ও বোন রুপশন নাহারকে তার শ্বশুরবাড়ি ঠাকুপুরে দাফন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post