বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানে করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে শারীরিকভাবে সুস্থ নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তবে দীর্ঘসময় আকাশ পথে যাওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত হলে খালেদা জিয়াকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডা. জাহিদ।
বুধবার রাতে সাংবাদিকদের এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
তিনি আরও বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে যাওয়া দরকার, তবে সেজন্য তাকে অবশ্যই ফিট হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ আরও বলেন, ‘খালেদা জিয়াকে মাঝে মাঝে সুস্থ মনে হলেও তিনি দ্রুত আবার অসুস্থ হয়ে পড়েন। তার হার্ট, লিভার ও কিডনির সমস্যার কারণে উড়াল পথ ব্যবহারে যে শারীরিক চাপ সেটি ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি ১২ থেকে ১৩ ঘণ্টার যাত্রা করার জন্য যথেষ্ট স্থিতিশীল নন বলে মনে করছেন চিকিৎসকরা।
জাহিদ আরও বলেন, এমনকি তার অবস্থার সামান্য ওঠানামাও বেশ জটিলতা সৃষ্টি করতে পারে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে কেন না সামান্য সমস্যা তার শরীরে থাকা জটিলতাগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল হলে যত দ্রুত সম্ভব তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। আমরা তার (বিদেশে) চিকিৎসার ব্যাপারে আশাবাদী এবং যত দ্রুত সম্ভব তাকে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।
ছয় দিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।
জাহিদ হোসেন জানান, ‘তার স্বাস্থ্য ও সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার ভোরে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালে থাকাকালে বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ৪৫ দিন চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।
গত ২৩ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার বুকে সফলভাবে পেসমেকার প্রতিস্থাপন করেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post