কুমিল্লার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নাঙ্গলকোটের বাঙ্গড্ডা মধ্যম বাজারে ড্রাম ট্রাকের (ফেনী-১১-০৯৪৬) চাপায় মোটরসাইকেল আরোহী বাহরাইন প্রবাসী আলমগীর হোসেন (৩২) নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। তিনি উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের দক্ষিণ নুরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। আলমগীর হোসেনের আনিছা (৫) নামে এক কন্যা সন্তান রয়েছে। আলমগীর হোসেন গত ১০/১২ দিন পূর্বে বাহরাইন থেকে ছুটিতে দেশে আসেন। এলাকাবাসী ঘাতক ড্রাম ট্রাক আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাহরাইন প্রবাসী আলমগীর হোসেন মোটরসাইকেলে করে স্থানীয় বাঙ্গড্ডা বাজার বটতলা থেকে দাঁতের চিকিৎসক দেখিয়ে গ্রামের বাড়ি নুরপুর যাচ্ছিলেন। এসময় আলমগীর বাঙ্গড্ডা মধ্যম বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে তার মোটরসাইকেল ব্রেক করায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ড্রাম ট্রাকের নিচে চলে যায়। এতে ড্রাম ট্রাকের চাপায় আলমগীর ঘটনাস্থলে মারা যায়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছে। এলাকাবাসী ড্রাম ট্রাকটি আটক করেছে। পরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post