অসহযোগিতাসহ বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে।
প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রতাসহ দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
সময়মত কাজ করে না দেওয়ায় দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের দূতাবাসের নিকটবর্তী রাস্তাঘাটে শুয়ে বসেই রাত কাটাতে হচ্ছে।
কনস্যুলার সেবাসহ বিভিন্ন কাজে প্রতিদিন দূতাবাসে আসেন কয়েকশো প্রবাসী। কাঙ্খিত সেবা তো মিলেই না বরং অকারণে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন সেবা প্রত্যাশীরা।
প্রবাস টাইমের হাতে আসা একাধিক ভিডিওতে দূতাবাসের কাছেই কয়েকজন প্রবাসীকে ভবঘুরেদের মত অসহায় অবস্থান করতে দেখা গেছে। রাত্রিযাপনে দূতাবাস কর্মকর্তাদের সহায়তা চেয়েও হতাশ হয়েছেন তারা।
বাংলাদেশের সাত লাখের বেশি লোক বর্তমানে ওমানে কর্মরত। রেমিট্যান্স আসার দিক থেকে দেশটির অবস্থান শীর্ষ দশে রয়েছে।
প্রবাসীরা বলছেন, দূতাবাসের কার্যক্রমে আরও গতি ফেরানো গেলে রেমিট্যান্সের ধারা আরও উর্ধ্বমুখী হবে। এ লক্ষ্যে অন্তর্বতীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post