সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিশুশিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী।
এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও স্লোগান দেয় তারা। পরে সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে এসে জমায়েত হয়। পরে সেখানে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক বন্ধ থাকে।
শান্তিপূর্ণ কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিরে আসে এবং যার যার স্কুলে চলে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post