ওমানের মোট আটটি খাতে প্রায় ৭৪ টি পেশায় প্রবাসী কর্মীদের ভিসার মূল্য ২ হাজার ১ রিয়াল নির্ধারণ করেছে ওমান সরকার। যা আগামী পহেলা মে মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
আজ (২১ ফেব্রুয়ারি) ওমান ডেইলির প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, দেশটির শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেট অনুযায়ী প্রায় ৭৪ টি পেশার একটি তালিকা তৈরি করেছে ওমান শ্রম মন্ত্রণালয়।
যে তালিকা অনুসারে দেশটির বেসরকারি সংস্থা চাইলে প্রবাসী কর্মীদের নিয়োগ করাতে পারেন। তবে এই নিয়োগ আবেদনের জন্য কোম্পানিকে ২ হাজার ১ ওমানি রিয়াল ব্যয় বহন করতে হবে। তালিকাভুক্ত পেশাগুলোর মধ্যে রয়েছেঃ
১. তথ্য প্রযুক্তি খাতে:
তথ্য সিস্টেম সুরক্ষা বিশেষজ্ঞ (Information systems security), তথ্য সিস্টেম বিশেষজ্ঞ, ইলেক্ট্রনিক কম্পিউটার নেটওয়ার্ক, প্রোগ্রাম মেশিনের ইলেক্ট্রনিক রক্ষণাবেক্ষণ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ; ইলেক্ট্রনিক পর্যবেক্ষণ সরঞ্জাম এজেন্ট, ইলেক্ট্রনিক প্রযুক্তিবিদ, ডিভাইস নিয়ন্ত্রণ প্রযুক্তিবিদ, ইলেক্ট্রনিক মেডিকেল ডিভাইস প্রযুক্তিবিদ, রেডিও ডিভাইস, ইলেক্ট্রনিক প্রযুক্তিবিদ, কম্পিউটার নেটওয়ার্ক এবং কম্পিউটার অপারেটর।
২. বিক্রয় এবং বিপণন খাতে:
বিক্রয় বিশেষজ্ঞ, স্টক মার্কেট বিশেষজ্ঞ, ব্যবসায়িক প্রতিনিধি, বাণিজ্যিক ব্যবস্থাপক এবং লজিস্টিক বিশেষজ্ঞ।
৩. প্রশাসন ও মানব সম্পদ খাতে:
ব্যবসায় প্রশাসন বিশেষজ্ঞ, জনসংযোগ বিশেষজ্ঞ, মানব সম্পদ বিশেষজ্ঞ এবং প্রশাসন পরিচালক।
৪. মিডিয়া খাতে:
মিডিয়া বিশেষজ্ঞ, কাগজ শুকানোর মেশিন অপারেটর, বাইন্ডিং মেশিন অপারেটর, বই সজ্জা মেশিন অপারেটর, কাগজ পালিশ মেশিন অপারেটর, কাগজ ছোপানো মেশিন অপারেটর, প্রিন্টিং মেশিন অপারেটর, রোটারি প্রিন্টার অপারেটর, অফসেট প্রিন্টিং মেশিন অপারেটর, রঙিন প্রিন্টিং মেশিন অপারেটর, ফ্ল্যাটবেড প্রিন্টিং মেশিন অপারেটর, কাগজ ভাঁজ মেশিন অপারেটর, কাগজ আবরণ মেশিন অপারেটর এবং বিজ্ঞাপন এজেন্ট।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
৫. স্বাস্থ্যসেবা খাতে:
ড্রেসার, ফার্মাসিস্ট সহকারী এবং মেডিকেল সমন্বয়কারী।
৬. বিমানবন্দর অপারেশন খাতে:
ফ্লাইট গাইড, টিকিট পরিদর্শক, এয়ারক্রাফট টেক-অফ মনিটর, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ারক্রাফট ল্যান্ডিং মনিটর, বিমানবন্দর যাত্রীবাহী পরিবহন মনিটর এবং গ্রাউন্ড গাইড।
৭. ইঞ্জিনিয়ারিং খাতে:
স্থপতি, জরিপ প্রকৌশলী, নির্মাণ প্রকৌশলী, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র কৌশলী এবং প্রকল্প পরিচালক।
8. প্রযুক্তিগত পেশা খাতে:
বিল্ডিং টেকনিশিয়ান (বিল্ডিং সুপারভাইজার), ইলেকট্রনিক প্রযুক্তিবিদ, রোড টেকনিশিয়ান (রোড কন্ট্রোলার) ও যান্ত্রিক প্রযুক্ত কর্মী ইত্যাদি।
উপরে উল্লেখিত ক্যাটগরির প্রবাসীদের তাদের ভিসা নবায়নে ২ হাজার ১ ওমানি রিয়াল নির্ধারণ করেছে ওমান সরকার। এ ছাড়াও ২ হাজার থেকে ৩,৯৯৯ ওমানি রিয়াল মাসিক বেতনে চাকরি করেন এমন মধ্যম লেভেল পজিশনে কর্মরত প্রবাসীদের ভিসা নবায়ন ফি (পতাকা ফি) দিতে হবে এক হাজার এক ওমানি রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post