বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় ১০ লাখ ডলার সহায়তা করবে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতে এ সহায়তার কথা জানানো হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় দু:খ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার কথা জানান।এসময় তারা বঙ্গোপসাগারের নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার, অর্থনৈতিক সম্পর্ক এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন।
আরও
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসময় বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।








