ছাত্র-জনতার আন্দোলনকে সার্থক করতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সকল পর্যায়ে প্রবাসীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
এদিকে নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন প্রবাসীরা।
এ সময় নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তারা। সেন্টার ফর এনআরবির উদ্যোগে সোমবার লন্ডনের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসীরা।
দেশে প্রবাসীদের সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিমানের নৈরাজ্য, অনলাইন টিকিট জটিলতা, দ্রুত বিচারিক সেবা দিতে বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন, বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত অথবা নিষিদ্ধকরণের দাবিও জানান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post