স্বপ্নের ইউরোপে পৌঁছানোর আশায় বাংলাদেশি তরুণরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে ঢুকছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত প্রায় নয় হাজার বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে। যাদের মধ্যে গেল ১০ দিনেই এসেছে ১২শর বেশি।
লিবিয়া, তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে প্রতি বছর ইতালিতে প্রবেশ করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। এসব অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশির সংখ্যা আবারও বেড়ে গেছে।
ইতালি সরকার এই অভিবাসন সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোকে বিভিন্ন বিধি-নিষেধের আওতায় আনা হলেও, অভিবাসনের ধারা থামানো যাচ্ছে না।
পরিস্থিতি আরও জটিল করতে, ইতালি সরকার সম্প্রতি আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে অবৈধভাবে ইতালিতে প্রবেশকারীদের আলবেনিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন এনজিও। তাদের অভিযোগ, আলবেনিয়ার আশ্রয়কেন্দ্র হিটলারের বন্দী শিবিরের আদলে তৈরি করা হয়েছে।
এদিকে, ইতালিতে অবৈধভাবে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়া বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ঝুঁকিপূর্ণ যাত্রায় অনেকেই জীবন হারাচ্ছেন। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা এই অবৈধ পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন।
এর আগে, গত ৮ মাসে ইতালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আগত ৩৯ হাজার ৫৬৬ জনের মধ্যে ৮ হাজার ৬১ জন বাংলাদেশি রয়েছে। এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post