চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদাবাজির শিকার হয়েছেন এক গৃহবধূ। প্রবাসী স্বামীর অর্থে নিজের ঘর নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়ে সুমি আক্তার নামে ওই নারীকে স্থানীয় চাঁদাবাজদের নানা ধরনের হামলার শিকার হতে হয়েছে।
সুমির অভিযোগ, বাড়ি নির্মাণের শুরু থেকেই স্থানীয় চাঁদাবাজরা তাকে বিভিন্নভাবে হেনস্থা করে আসছে। চাঁদা দাবির পাশাপাশি, তারা তাকে বাধ্য করেছে বেশি দামে নির্মাণ সামগ্রী কিনতে। এমনকি বাড়ি নির্মাণ শেষ হওয়ার পরও তারা ঘরের সিঁড়ি ব্যবহারের জন্য চাঁদা দাবি করেছে।
সুমি যখন এই দাবি মেনে নিতে অস্বীকার করে, তখন তারা ক্ষেপে ঘরের সিঁড়ি ভেঙে দেয়। ফলে সুমি ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে আটকে পড়ে।
ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকার। সম্প্রতি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রবাসী রুহুল আমিনের দুইতলা বিশিষ্ট বসতঘরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আদালতে মামলাও করেছেন রুহুল আমিনের স্ত্রী সুমি আক্তার। যেটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে সুমি আক্তার জানান , তার স্বামী প্রবাসে থাকাকালীন দুই সন্তান নিয়ে একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের শুরু থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করে।
তারা নিজেদের ইচ্ছেমতো দামে নির্মাণ সামগ্রী সরবরাহ করতে বাধ্য করত এবং চাঁদা দাবি করত। সর্বশেষ সিঁড়ি ব্যবহারের জন্য চাঁদা না দেওয়ায় তারা সিঁড়িটি ভেঙে দেয়, যার ফলে সুমি ও তার সন্তানদের চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও তারা পানির ট্যাংক ছিদ্র করে দেয় এবং বাড়ির দরজায় দেয়াল দেওয়ার মতো অমানবিক কাজ করে।
ভয়াবহ এই পরিস্থিতিতে সুমি পুলিশেও অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে। ভুক্তভোগী মহিলা আদালতে মামলা করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post