মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আকস্মিক বন্যার কবলে পড়ে চারজন হাইকারের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতি অনুযায়ী, নিজওয়া অঞ্চলের ওয়াদি তনুফে হঠাৎ করে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় একটি হাইকিং দল আটকে পড়ে।
১৬ সদস্যের এই দলটির মধ্যে পাঁচজন সদস্য বন্যার তোড়ে ভেসে যায়। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে একজন ওমানি এবং তিনজন আরব দেশের নাগরিক বলে জানা গেছে। আহত হাইকারকে জরুরি চিকিৎসার জন্য নিজওয়া রেফারেন্স হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও
রয়্যাল ওমান পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশ বিমান মোতায়েন করেছে। এই মর্মান্তিক ঘটনায় ওমান সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।










