মধ্যপ্রাচ্যের মরুভূমি দেশ সৌদি আরবে হঠাৎ করেই ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ আগস্ট) মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য প্রকাশ করে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আসির প্রদেশে ভারি বৃষ্টির কারণে একটি রাস্তায় পানির তীব্র স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতে কয়েকটি গাড়ি ভেসে যায় এবং দুজনের মৃত্যু হয়।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কা ও আশপাশের অঞ্চলে আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চলের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা যায়। এছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতও হয়। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post