দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালদ্বীপের শ্রমবাজার আবারো খুলে যাওয়ার আশা দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট), মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান এবং বাংলাদেশের হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে কিছু জটিলতা ছিল।
তবে এই সাম্প্রতিক বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের একটি নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। এত বছর পর মালদ্বীপ নতুন করে আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালু এবং ট্রান্সফার অব প্রিজনারস চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী কর্মীদের কোনো অবৈধ কাজে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করার বিষয়ে সম্মতি দিয়েছেন।
মালদ্বীপ সফরে বাংলাদেশের হাইকমিশনার সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে, বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিলে অংশগ্রহণকারীদের দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post