ওমানে সোমবার থেকে পরবর্তী ৩ দিনের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। যদিও বেশ কিছুদিন ধরেই কিছু এলাকায় মেঘাচ্ছন্ন এবং গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।
যদিও শঙ্কিত হবার মত কিছু ঘটেনি বা এরকম তথ্য পাওয়া যায়নি। তবে সোমবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতির কারণেই আগামী বুধবার পর্যন্ত কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করেছে।
বিশেষ করে দক্ষিণ আল শারকিয়্যাহ, আল উস্তা, ধোফার, মাস্কাট এবং আল হাজারের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ।
বিবৃতিতে বলা হয়েছে, ওমানের প্রায় সব এলাকায় মেঘ, বজ্রসহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দেবেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post